Posts

Showing posts with the label মায়ের সঙ্গে ধান খেতে❤️‍🔥💯💢

আম্মুকে_ধান_খেতে_চে|দা

আমার নাম সুরেশ। সুরেশ পাণ্ডে। বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের লাগোয়া ছত্তিসগড়ের একটি গ্রামে। আমাদের পরিবারের মূল জীবিকা হল চাষ আবাদ। আমাদের এলাকাতে একমাত্র আমারই কিছুটা শিক্ষা আছে। বাড়ির আর কেউ কখনও স্কুলে যায় নি। চাষআবাদের ব্যাপারটা বেশিরভাগ আমরা নিজেরাই দেখি বলে চাষ আবাদের কাজে আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হয়।  ছোটবেলা থেকে প্রচণ্ড পরিশ্রমের কারনেই বোধহয় আমাদের বাড়ির পুরুষেরা সবাই শারীরিক দিক থেকে দারুন সুগোঠিত। আমাদের বাড়িতে লোক বলতে মাত্র চারজন। আমার মা, ঠাকুরদা, ঠাকুমা আর আমার ছোটবোন তিন্নি। আমার বাবা সি-আর-পি-এফে চাকরী করতেন এবং বছরে মাত্র এক দুবার বাড়ি আসতেন। আমি আমার দাদু আমার বাবা প্রত্যেকেই ৬ ফুট এর ওপরে লম্বা। আমার ঠাকুমাও খুব পরিশ্রমী। ঠাকুমা এই ষাট বছর বয়েসেও ঘরের সব রান্নাবান্না নিজের হাতেই করেন। আমার মা প্রতিভা ঘরের রোজকার কাজকম্মের সাথে দরকার মত মাঠের চাষ আবাদের কাজেও আমাদের সাহায্য করেন। বিশেষ করে ফসল বোনা আর তোলার সময় ক্ষেতে দুপুরের খাবার দিয়ে আসা। আমার বয়স যখন পনের তখন একদিন হটাত আমার বাবা ডিউটি করার সময় মাওবাদিদের গুলিতে মারা পরেন। আমার বোন তিন্নি তখন মার...