আম্মুর শেষ ভালোবাসা
প্রথমেই আমার ফ্যামিলি সম্পর্কে একটু বলে নেই।আমরা সর্বমোট চারজন।আমার আব্বু-আম্মু,আমি আর ছোট বোন।আব্বুর বয়স ৫৭বছর,অসুস্থতার জন্য ব্যবসা বন্ধ করে এখন বেশীরভাগ সময় গ্রামের ফার্মে সময় দেয়।আম্মুর বয়স ৪২বছর,গৃহিনী।আমার বয়স ২৫,আগের বছর ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কম্পলিট করেছি।বর্তমানে মোটামুটি ভালো মানের একটা ব্যবসা করছি সাথে মাষ্টার্স।ছোট বোন পাবলিক ভার্সিটিতে পড়ার কারণে ঢাকার বাহিরে হলেই থাকেই।মালিবাগে আমাদের নিজেদের ফ্লাট।পুরো ফ্লাটে আমি,আম্মু মাঝেমাঝে খালা এসে থাকে আর আব্বু যাওয়া আসার মধ্যে থাকে। আম্মু সবসময় খুব সাধাসিধা জীবন যাপনে অভ্যস্ত ছিলো।আব্বু আম্মুর সম্পর্ক কোন কালেই খারাপ ছিলো না।অন্তত আমার চোখে পরে নাই।বেশীরভাগ সময় একা থাকে বিধায় ২০২১ সালের দিকে আম্মুকে আমি ফেসবুক আইডি খুলে দেই।আম্মুরা যেমন হয় আরকি,প্রথম প্রথম ভুল ভাল কমেন্ট,পোষ্ট আর শেয়ার করার জন্য আমি খুব হাসাহাসি করতাম আম্মু অকপটে স্বীকার করতো আর হাসতো এই বলে যে আমি তো পারি না বাপ।এখন বলতে গেলে সে ভালো ফেসবুকিং করে।বন্ধু তালিকায় আম্মু সবসময় ছিলো,প্রথম দিকে আমি অথবা আমার বোনের সাথে তো...