দিপা—২
পর্ব ২ রুদ্রের আপন বলতে কেবল মাত্র দীপা | রুদ্রের বাবা মা দুজনেই সেই হিংস্রতার প্রথম দিকের হতাহতের মধ্যে যা ভারতের এই অংশকে বিচ্ছিন্ন করে দিয়েছিল আর দেশে ছড়িয়ে দিয়েছিলো বিশৃঙ্খলা | ৬ বছর আগে নিজের এই ভাগ্নেকে কোনও ভাবে বাঁচায় দীপা, এই দিক ঐদিকের কানেকশন এর দ্বারা | এই নৈরাজ্যের মধ্যে দীপার পক্ষে একা মেয়ে হয়ে রুদ্রকে লালনপালন করার পেছনে ছিল এক বড় লড়াই । দীপা পেশায় ছিল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সেই অনিশ্চিত সময়েও একটি ভাল ক্যারিয়ারের অপেক্ষায় ছিল সে। শুধু একটা চান্সের অপেক্ষাতে ছিল দীপা যখন দেশটা ভেঙে শেষ হয়ে গেলো। যখন দেশটি গৃহযুদ্ধের মধ্যে ভেঙে পরল , তখন সে হুগলী নদীর ডানদিকে আটকে। চারপাশে সব সরকারী এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলির ভেঙে পড়ার ভয়াবহ অবস্থা দেখেছিল দীপা। রুদ্রর জন্য বেঁচে থাকতে হবে ভেবে সেই সময়ে কোনও রকমে একটি অনিশ্চিত অস্তিত্বের দিকে ঝুঁকে পড়েছিল দীপা। দীপার পক্ষে নতুন সম্পর্ক বানানো খুবই সহজ ব্যাপার হলেও সে ইচ্ছা করে আর ওই সবের মধ্যে নিজেকে জড়াতে চাইনি কখনও। রুদ্রর জন্য তার ব্যক্তিগত এবং পাবলিক ওয়ার্ল্ডসের মধ্যে দুর্ভেদ্য বাধা তৈরি হয়...