ডাক্তার রিমু
আমি তখন সদ্য ডাক্তারি পাশ করেছি। একটি বেসরকারি হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সেখানে আবেদন করে ফেললাম। যথারীতি নিয়োগও পেয়ে গেলাম। প্রথম দিন থেকেই ঐ হাসপাতালের অনেক ডাক্তারের ভিতরে একজনকে বিশেষভাবে নজরে পড়লো। উনি ঐ হাসপাতালে গাইনোকোলজি বিভাগের রোগীগুলো সামলান। আমার থেকে ৪/৫ বছরের বড় হবেন। তার নাম ডাক্তার রিমু। পাঁচ ফুট দুই বা তিন ইঞ্চি উচ্চতার শঙ্খের মতো ফর্সা মেয়েটিকে প্রথম দেখাতেই যে কোন ছেলের হার্ট বিট মিস হতে বাধ্য। ডাক্তার রিমুর মাথায় সবসময় স্কার্ফ পরতে দেখতাম। পরে বুঝেছি সেটা যতটা না ধর্মীয় কারণে, তার চেয়ে বেশি স্টাইলের কারণে। সরু ফ্রেমের বড় চশমার পিছনে মাশকারা দেওয়া বড় বড় একজোড়া চোখ বার্বি ডলের কথা মনে করিয়ে দিতো। পাতলা ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দেওয়ায় মনে হতো যেন সদ্য ফোঁটা গোলাপের পাঁপড়ি। আমি ভাবলাম ভাগ্যিস এই মেয়ে গাইনীর ডাক্তার। হার্টের ডাক্তার হলে রোগীরা এই রূপ যৌবন দেখেই কার্ডিয়াক এরেস্ট করতো। ডাক্তার রিমু কথা বলার সময়ে মুখের দিকে এমনভাবে ঘাঁড় বাঁকা করে দেখতো, আমার তলপেটে কেমন যেন অনুভব হতো। বুঝতে পেরেছিলাম এই মেয়ে মোটেও সহজ মানুষ নয়। ছেলেদের ঘু...