Posts

Showing posts with the label দিপা ১ম

দিপা ১ম

  ভাঙা ব্রিজের কলকাতার প্রান্তে প্রায় তিন ঘন্টা ধরে অপেক্ষা করছিল রুদ্র | সঙ্গে তার চিরসাথী সাইকেল | দূরে সূর্য অস্ত যাচ্ছিল। নীচের নদীতে অনেক কাল আগেই নৌ চলাচল বন্ধ হয়ে গেছে, এখন তাতে শুধুই কুমিরের উপদ্রব | গুজব রটেছিল যে এখানে রাত্রের দিকে মাঝে মাঝে দু’একটা বাঘো ঘুরে বেড়ায়| নদীর উপরের বাকি দুটি সেতুই ভেঙে পড়েছিল, ভারতের এই প্রান্তের এই রকম অবস্থার কারণ এক ভয়াবহ গৃহযুদ্ধ | এমন যুদ্ধ যেটা কোনোদিন আগে হয়নি, মারা গেছিলো প্রচুর মানুষ আর ক্ষয় ক্ষতির কোনো সীমানা ছিল না | সেই গৃহযুদ্ধের পর ভেঙে দেওয়া হয়েছিল সব ব্রিজ শুধু এটা ছাড়া যাতে কেউ এপার থেকে ওপারে না যেতে পারে অনুমতি ছাড়া | এই ব্রিজেরও অনেকটা অংশ ভেঙে গেছে |ব্রিজের সামনে পেছনে আর মাঝে নতুন করে চেকপোস্ট বসানো হয়েছে | কারুর দরকার হলে ব্রিজের এই পোস্টগুলিতে সঠিক কাগজপত্র দেখিয়ে ঐদিকে যেতে পারে | কিন্তু যদি কেউ ধরে পরে উইদআউট এনি পাপেরওয়ার্ক তার আর এখানে থেকে বেঁচে ফিরে যাওয়ার চান্স থাকেনা| এই পুরো এরিয়াতে শাসন হলো প্রতিদ্বন্দ্বী মিলিশিয়ার আর তারাই এই চেকপোস্ট গুলো বানিয়েছে। রুদ্র হাওড়ার দিক থেকে তার দীপার আসার অপে...