মা নাকি প্রেমিকা
অহেলি সেনগুপ্তা নিজের গ্লাস থেকে ছোট্ট একটা চুমুক মেরে কফিটা খেলেন আর তার পরে নিজের ব্যাগ থেকে একটা ফোটো ভরা খাম বেড় করলেন. এই ফোটো গুলো অহেলির নিজের ছেলে, বিজুর, কলেজের রেজ়াল্ট বেড় হবার পর গোটা হফতাতে নিজে তুলে ছিলেন. এই ছবির ভেতরে অহেলির সব থেকে ভালো ছবি লাগতো যেটা বিজু আর ওনার স্বামী এক সঙ্গে দাঁড়িয়ে আছে. ছবিটা অহেলির খুব ভালো লাগতো আর তাই সুযোগ পেলেই খাম থেকে বেড় করে বারে বারে ছবিটা দেখতেন. উনি লক্ষ্য করতেন যে বাবা আর ছেলে প্রায় এক রকমের দেখতে, ঠিক যেন জমজ ভাই. ঠিক সেই রকমের ভরা আর বাঁধা শরীর, ঘন কালো চূল, আর দেখতে বেশ সুপুরুষ. কিন্তু ছবিটা একটু খুঁতিয়ে দেখে দেখা যাবে যে বিজুর বাবার চোখ দুটো বেশ ফোলা ফোলা আর বেশ লাল লাল হয়ে আছে. আর এই সব হচ্ছে অত্যাধিক মদ গেলার জন্য. এই মদ গেলাটা নিজের অফিসের বন্ধুদের সঙ্গে বাইরে ট্যুরেতে গিয়ে শুরু হয়েছিলো আর এখন মদটা অতিন বাবুকে কুড়ে কুড়ে খাচ্ছে. অহেলি দেবী ভেবে রেখেছেন যে এই সপ্তাহটা উনি নিজের বরকে শেষ চান্স দেবেন. অহেলি নিজের বরকে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে, “যদি তুমি মদ না ছাড়তে পার, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হব...