মেজ মামার চে|দ| খেল|ম
আমি জুঁই। ছোটবেলায় বাবাকে হারানোর পর মা আর বড় ভাইয়ের সাথে নানাবাড়ি চলে আসি, সেখানেই আমার বেড়ে ওঠা। আমার বাবা ছোট একটা চাকরি করতো আর মা পুরোদস্তুর গৃহিণী, তাই বাবা মারা যাওয়ার পর মামাদের থেকেই ভরণ পোষণ আসতো। তবে মামাদের মধ্যে মেঝ মামা আমাদের জন্যে সবথেকে বেশি করেছে। উনি (মেঝ মামা) পেশায় ডাক্তার। যেখানে অন্যরা জীবিকার জন্যে ঢাকায় আসে, মেঝ মামা ঢাকার বাইরে এক মফস্বলে নিজের চেম্বার করেছেন আর সেখানেই নিজের হালাল উপার্জনে ছয়তলা বাড়ি করেছেন। তবে সেটাকে বাড়ি না বলে প্রাসাদ বলা যায়। ছয়তলা বাড়ির তিন, চার আর পাঁচ তালা মিলিয়ে ত্রিপ্লেক্স মত করা, এক কথায় অসাধারণ। কিন্তু এই আলিসান বাড়িতে তিনি প্রায় একাই থাকেন। তার একমাত্র ছেলে লন্ডনে থাকে আর তার বউ? তার বউ মানে আমার মেঝ মামী কখনও লন্ডন, কখনও বাপের বাড়ি, কখনও বা তাদের ঢাকার ফ্লাটে থাকেন, আর মামার সেই বাড়িতে থাকলেও আলাদা ঘরে শোন। তাই বলা যায় মামা বিবাহিত ব্যাচেলর। একারণে আমরা সময় সুযোগ পেলেই মামার কাছে যেতাম। আমার ম্যাট্রিকের পর আমিও তাই মেঝ মামার বাড়িতেই গেছিলাম। আর সেখানেই ঘটে… নিজের ব্যপারে কিছু বলি। আমি জেরিন তাসনিম, ডাক নাম জুঁই। আমি বরাবরই ভালো ...