আপাকে ভয় দেখিয়ে করলাম
পৌষ মাস, শীতটা বেশ জাঁকিয়ে বসেছে । গেল বছর থেকে এ বছর শীতের প্রকোপটা অনেক বেশি। কম্বল মোড়া দিয়ে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ মা এসে ঘুম থেকে ডেকে তোলে । আমি বিরক্তি নিয়ে আরমোড়া দিয়ে কম্বলের নিচ থেকে মুখখানা বের করে তাকাই মা’র দিকে । আমার হাতে ফোন খানা ধরিয়ে দিয়ে রুম থেকে চলে যান। আমি হ্যালো বলতে ওপ্রান্ত থেকে তার মেঝ খালার কন্ঠ স্বর শুনতে পেলাম। -হ্যালো আসিফ! -জ্বি খালা আসিফ বলছি। -বাবা আসিফ খবরের কাগজে দেখতে পেলাম তোর ইউনির্ভাসিটি বন্ধ । এক কাজ করনা এই বন্ধে তুই রংপুরে সুমাইয়া ’র (সুমাইয়া আমার খালাতো বোন) ওখান থেকে ঘুড়ে আয়। ঢাকায় ফেরার পথে তোর সাখে সুমাইয়া আর আমার নাতিটাকে নিয়ে আসবি। অনেক দিন ওদের দেখি না। কটা দিন থেকে যাবে ঢাকায় আমাদের সাথে। আমি একটু চিন্তা করে -ঠিক আছে খালা আমি যাব । কবে যেতে হবে? -তোর সুবিধা মতো দু-তিন দিনের মধ্যে গেলেই চলবে । -ঠিক আছে খালা তুমি কোন চিন্তা করো না। আমি কাল-পরশু রওনা হয়ে যাব রংপুর। তুমি সুমাইয়া আপুকে বলে দেও আসি আসছি। ফোনটা রেখে আসিফ বাথরুমের দিকে হাটা দেয় ফ্রেস হবে বলে। ঢাকা বিশ্ববিদ্যালেয়ের ফিন্যান্স বিষয়ে অনার্স পড়ছে আসি...