কমলা মাসি_2
আজকের দিনটা প্রচন্ড ব্যস্ততা আর খাটুনি মধ্য দিয়ে গেছে| কারণ আজকে কমলা মাসির দশকর্মা ভান্ডারের দোকানে যথেষ্ট বিক্রি বাট্টা হয়েছে| দোকান চালানোর শুধু আমরা দুজন; আমি আর কমলা মাসি। যেহেতু কমলা মাসি আমার থেকে বয়সে বড় তাই দোকানপাটের বেশিরভাগ কাজ আমিই করি| সেই জন্য আজ কমলা মাসি আমাকে রান্না করতে বারণ করেছিল আর জমাটোর থেকে আলুর পরোটা আনিয়ে নিয়েছিল। তার সঙ্গে ছিল বাড়িতে রান্না করা দই তড়কা। এই রান্নাটা আমি ইউটিউব থেকে শিখেছিলাম। আর ইদানিং যা ভ্যাপসা গরম পড়েছে তার জ্বালায় স্নান না করে থাকা যায় না। তাই বাড়িতে আসতে না আসতেই আমি সবথেকে আগে বাথরুমে ঢুকে ভালো করে স্নান করলাম আর চুল শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। বাথরুম থেকে বের হতে না বের হতেই ‘টিং-টং টিং-টং টিং-টং’ করে কলিং বেলটা বেজে উঠলো। আমি কোন রকমে নিজের চুল জড়ো করে মাথার তালুর উপরে একটা চুড়ো করে খোঁপা বেঁধে দরজা খুলে দেখলাম যে সামনে দাঁত কেলিয়ে ছাগল মিস্ত্রি দাঁড়িয়ে আছে। ছাগল মিস্ত্রি অল্পবয়সী হলেও এই এলাকার একটা দক্ষ জল আর কলের মিস্ত্রি| বেশিরভাগ লোকের বাড়িতে ওই কাজ করে| আর আমি যতদূর জানি, অনেকগুলো সরকারি কাজের জ...