আম্মুর চে|দ''ন আওয়াজ
রাজশাহীর এক প্রত্যন্ত গ্রাম, যেখানে সবুজের সমারোহ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য মানুষের মন জুড়িয়ে দেয়। লেবু গাছ, আম গাছ, খাল, পুকুর আর ধানখেতে ঘেরা এই গ্রামে ছোট্ট একটি টিনের দোচালা ঘরে থাকতো সালমা বেগম আর তার ছেলে রফিক। সালমা, ৩৭ বছরের এক স্বাস্থ্যবান মহিলা, গায়ের রঙ ফর্সা, চেহারায় এক মায়াবী আকর্ষণ। তার শরীরের গঠন এমন যে গ্রামের শাড়ি-ব্লাউজে তাকে দেখলে যে কেউ একবার তাকিয়ে থাকতো। কিন্তু তার জীবন ছিলো সংগ্রামের। ১৬ বছর বয়সে বিয়ে হয়েছিলো আজিজ মিয়ার সঙ্গে, যিনি শহরে সিকিউরিটি গার্ডের কাজ করতেন। আজিজ ছিলেন রোগা-পাতলা, শারীরিকভাবে দুর্বল, স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে অক্ষম। বিয়ের এক বছর পরই জন্ম নেয় রফিক, তাদের একমাত্র সন্তান। সালমা আর আজিজের সংসার ছিলো অভাবের। আজিজ শহরে গার্ডের কাজ করে যা আয় করতেন, তা দিয়ে সংসার চলতো আর রফিককে গ্রামের ভালো স্কুলে পড়ানো হতো। সালমা বাড়ির পাশের জমিতে সবজি চাষ করতেন, কখনো ধান, কখনো আলু। নিজেরা খেতেন, আবার বাজারে বিক্রিও করতেন। রফিক ছোটবেলা থেকেই মায়ের খুব আদরের ছিলো। সালমার কোলে মাথা রেখে ঘুমানো, মায়ের হাতের রান্না খাওয়া, ...