পার্লারে সাজতে গিয়ে ঠা*প খেলাম
আমার জীবনে বয়ে যাওয়া অন্ধকারের একটি গল্প আজ আপনাদের বলব। আজ থেকে ছয় মাস আগে গ্রাম থেকে শহরে এসেছি ভাল করে লেখা পড়া করে বড় হতে। আমি দেখতে অনেক সুন্দর কিন্তু ডিজিটাল যুগের অনেক কিছুই ছিল অজানা। গত ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাব, তাই যাবার আগে চিন্তা করলাম বিউটি পার্লার থেকে যদি সাজুগুজু করে যাই তাহলে বাড়ির সবাই বলবে আমি শহরে এসে আরও বেশী সুন্দর হয়ে গিয়েছি। যেই কথা সেই কাজ, আমার এক বান্ধবিকে বললাম রুনু আমাকে একটা ভাল বিউটি পার্লারে নিয়ে চল। বান্ধবি রুনু বলল তোর আবার পার্লার যেতে হবে কেন, উপর ওয়ালা যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাক। আরও বলল দেশের পার্লারের অবস্থা ভাল না আমি তোকে নিয়ে পার্লারে গেলে তোর কিছু হলে সারাজীবন আমাকে দুষবি। আমি বললাম- জানি তুই আমার সুন্দর দেখতে পারিস না, নিলে নিয়ে চল না নিলে আমি কি চিনি না! তারপর আমি রেডি হয়ে চলে গেলাম নামীদামী একটি পার্লারে গিয়ে দেখি ৬০-৭০ বছরের মহিলা থেকে সুরু করে সকল মেয়েদের উপচে পড়া ভীর। আমি যেতেই কাউন্টারের চাকামা মেয়েটি আমার দিকে এগিয়ে এসে বলল আপনি কি কি করাতে চান? আমি বললাম সবকিছুই পেডিকিউর, মিনিকিউর, ফেসিয়াল, যা করার দরকার সব করব, মেয়েটি ব...