গাড়িতে বান্ধুবীকে চে|দ''ন সেবা 🔥🌸
আজ কতদিন পর বাড়ি ফিরছি বেশ ভালো লাগছে । আসলে আমি পড়াশোনার জন্য বিদেশ এ থাকতাম, দীর্ঘদিন তেমন বাড়ি আসা হয়নি আজ বহুদিন পর পড়াশোনা শেষ করে অলংকার বাস এ করে বাড়ি আসছি।জানালার পাশের সিটে বসে ভাবছিলাম আমার সেই ছোট বেলার বান্ধবীর কথা। তার বিবরণ নাহয় একটু পরেই দিলাম অনেক দিন দেখি নি তো তাই ঠিক জানি না ।এমন ভাবতে ভাবতে বাস থামলো আমিও নামলাম আর বাড়ির দিকে হাঁটা ধরলাম। বাড়ি ঢুকতেই বাড়ির সবাই কত খুশি,এখন থেকে যে বাড়িতেই থাকবো কারণ চাকরি তো আমি দেশেই পেয়েছি এই বাড়ির কাছের শহরে।এবার আসি তার কথায়,সে আমার ছোট বেলার বান্ধবী ,নাম- সুমনীকা দত্ত ,ওর বাড়ি আমাদেরই পাশের গ্রামে। ওর সাথে মাঝে মধ্যে কথা হয় ওই WhatsApp এ আর বেশি কিছু না। অনেক দিন তাকে দেখি নি আজ বাড়ি ফিরতেই তাকে দেখতে ইচ্ছা হলো বলে একটা ম্যাসেজ করেই দিলাম ” আমি বাড়ি আসছি দেখা করবি আজ বিকালে।” সামনে থাকে রিপ্লাই এসেছিল “ওমা সত্যি! ঠিক আছে “। ওকে তখনই জায়গা বলে দিলাম এবার তো খালি বিকালের অপেক্ষা। সময়টা যেনো থেমে গেলো কিছুতেই কাটছিল না। অনেক অপেক্ষার পর সেই বিকাল হলো আমি আমার কেনা bike নিয়ে 5 টার দিকে বেরোলাম। ওই জায়গায...